বিশিষ্ট সমাজসেবী নাগেশ সিং এ উদ্যোগে ভোগ বিতরণ

কালী (সংস্কৃত: काली) বা কালিকা (সংস্কৃত: कालिका) হলেন একজন হিন্দুধর্মের পরম আরাধ্য দেবী। তিনি দেবী আদিপরাশক্তি বা পার্বতীর একটি রূপ। তাকে মৃত্যু, সময় ও পরিবর্তনের কর্তা বলে মনে করা হয়। তন্ত্র অনুসারে কালী দশমহাবিদ্যার প্রথম দেবী। কেরালা ব্যতীত সমগ্র দক্ষিণ-পূর্ব এশিয়া এবং ভারতীয় উপমহাদেশে কালীকে ভগবান শিবের স্ত্রী পার্বতীর রূপ হিসাবে বিশ্বাস করা হয়। কেরালার লোকবিশ্বাস অনুসারে— ভগবান শিবের তৃতীয় নয়ন থেকে রাক্ষসদের ধ্বংস করার জন্য তিনি আবির্ভূতা হন,
তাই কেরালায় তাঁকে ভৈরবোপপত্নী মহাকালী বলা হয়। মঙ্গলবার প্রতিবারে মত এবারও বিশ্বশান্তি মা কালী পুজো উপলক্ষে ভোগ বিতরণ করলেন বিশিষ্ট সমাজসেবী নাগেশ সিং। ভোগে ছিল খিচুড়ি পায়েস। প্রতিবারে মত এবারেও বহু মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে ভোগ গ্রহণ করেন। সমাজসেবী নাগেশ সিং বলেন আমার এই কাজের অনুপ্রেরণা জোগান বিশিষ্ট মানুষ সন্তোষ পাঠক। তিনি শিখিয়েছেন কিভাবে মানুষের জন্য কাজ করতে হয়। আগামী দিন আরও ভালো কাজ করতে চাই।

Comments

Popular posts from this blog

তাপসীল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র সাংবাদিক সম্মেলন

শনিবার নৃত্য শিল্পী সুচন্দ্রা ব্যানার্জী জন্মদিন উপলক্ষে নৃত্য অনুষ্ঠান