বড় দিনের আগেই লিলুয়া নাগরিক স্টোরে মোড়ে কেক ও কমলালেবু বিতরণ
ধর্ম যার যার উৎসব সবার। মঙ্গলবার বালি কেন্দ্রে চকপাড়া,ঝাউ তলা,ঘুঘু পাড়া,মিলনি, দাস পাড়া, ভট্টনগর INTTUC অটো ও রিক্সা ইউনিয়নের উদ্যোগে কেক ও কমলালেবু বিতরণ করা হল। লিলুয়া নাগরিক স্টোরের মোড়ে এই অনুষ্ঠানে আয়োজন করা হয়। ছোট ছোট বাচ্ছারা বড় দিনের আগে খাবার পেয়ে খুশি। তবে অনুষ্ঠানে বিশেষ ভূমিকায় ছিলেন বালি কেন্দ্রে INTTUC সভাপতি ক্টিংকু মুখার্জী। তবে এই দিন বালি বিধায়ক রানা চট্টোপাধ্যায় এ হাত দিয়ে শুভ সূচনা হয়।
Comments