ছট পুজো উপলক্ষে সর্বভৌম স্বকদ্বীপিয় ব্রাহ্মণ কল্যাণ সমিতি উদ্যোগে জলসেবা ক্যাম্প

ছট পুজো উপলক্ষে সর্বভৌম স্বকদ্বীপিয় ব্রাহ্মণ কল্যাণ সমিতি উদ্যোগে সকল পূজার্থীদের জন্য জলসেবা ক্যাম্পের আয়োজন করা হয়। এই সমস্ত সাধারণ মানুষের জন্য কাপড়, ঘট, লেজেন্স, জল তুলে দেওয়া হয় তাঁদের হাতে। প্রতিবছর এই অনুষ্ঠান করে থাকে তারা। অনুষ্ঠানে উদ্যোগে রয়েছেন লালবাহাদূর পাঠক, কবিতা গুপ্তা, সঞ্জয় সুনকর সহ আরও অনেকে। তাঁদের এই কাজ কে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ।

Comments

Popular posts from this blog

তাপসীল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র সাংবাদিক সম্মেলন

শুক্রবার আয়োজিত হল রেলওয়ে অসংগঠিত শ্রমিক ন্যায় ও অধিকার সম্মেলন সভা