নেতাজি সুভাষ মিশন ট্রাস্ট জগদ্ধাত্রী পুজো শুভ উদ্ভোধন হল শনিবার

নেতাজি সুভাষ মিশন ট্রাস্ট পরিচালনায় গুপ্ত লেন পল্লীবাসি বৃন্দ জগদ্ধাত্রী পুজো শুভ উদ্ভোধন হল শনিবার। এছাড়া মেয়েদের দ্বারা পরিচালিত এই পুজো সেজে উঠেছে খুব সুন্দর ভাবে। পুজো মুখ্য ভূমিকায় রয়েছেন চন্দ্রন দেয়ে মহাশয়। তিনি বলেন প্রতি বছর আমরা এই পুজো করে থাকি। পুজো পাশাপাশি থাকে ভোগ বিতরণ। তবে অনুষ্ঠানের শুভ সূচনা হয় প্রাক্তন বিধায়ক সঞ্জয় বকক্সি মহাশয়ের হাত দিয়ে, এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়কা স্মিতা বক্সী,অর্জুন পাল সহ বহু বিশিষ্ট জনেরা। আলোর রোশনাই তে সেজে উঠেছে তাঁদের এই পুজো। গয়নার অলংকারে মায়ের সাজ যা দেখার মত।

Comments

Popular posts from this blog

তাপসীল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র সাংবাদিক সম্মেলন

শুক্রবার আয়োজিত হল রেলওয়ে অসংগঠিত শ্রমিক ন্যায় ও অধিকার সম্মেলন সভা