শুক্রবার মুক্তি পেলো রসরলি কর প্রযোজিত ও শ্যামল বোস পরিচালিত ছবি ইন্দিরা

শুক্রবার মুক্তি পেলো রসরলি কর প্রযোজিত ও শ্যামল বোস পরিচালত "ইন্দিরা" ছবি। ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন জায়গায় এই ছবি মুক্তি পেয়েছে। আমরা খাস সংবাদ পৌঁছে গিয়েছিলাম বসুশ্রী সিনেমা প্রেক্ষাগৃহে। দশকদের এই ছবি মন ছুঁয়ে গিয়েছে যা আমরা তুলে ধরেছি। সমাজের কাছে এক বিশেষ বার্তা দিয়েছে এই ছবি। ছবি তে অভিনয় করেছেন সুব্রত দত্ত, রজতাভ দত্ত, ডিরেক্টর শ্যামল বোস, মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রুমেলী কর এবং আরও নবাগতা অভিনেতা অভিনেত্রীরা। ছবি শুটিং হয়েছে পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায়। সিনেমা, প্রায়ই "সিলভার স্ক্রিন" হিসাবে পরিচিত, এটি তার শুরু থেকেই বিনোদন এবং প্রকাশের একটি শক্তিশালী মাধ্যম। বিনোদনের ক্ষেত্রের বাইরে , এটি সমাজকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করেছে, পরিবর্তনকে অনুপ্রাণিত করেছে এবং গভীর উপায়ে সংস্কৃতিকে রূপ দিয়েছে। প্রথম থেকেই মানুষ সব সময়ই বিনোদনের বিভিন্ন উপায় আবিষ্কার করে আসছে এবং সিনেমা হল এমনই একটি আবিষ্কার।

Comments

Popular posts from this blog

তাপসীল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র সাংবাদিক সম্মেলন

শুক্রবার আয়োজিত হল রেলওয়ে অসংগঠিত শ্রমিক ন্যায় ও অধিকার সম্মেলন সভা