২১হাজার প্রদীপ প্রজ্জলন এবং মা গঙ্গা আরতি অনুষ্ঠান আয়োজিত হল গঙ্গা ঘাটের সামনে
২১ হাজার প্রদীপের সাথে দেব দীপাবলি উৎসব এবং মা গঙ্গা আরতি অনুষ্ঠান আয়োজিত হল ভূতনাথ মন্দিরে সন্নিকটে গঙ্গা ঘাটের সামনে। নিবেদক নিমতলা বানিং ঘাট হকার্স এসোসিয়েশন। উদ্যোগক্তা ২০নং ওয়ার্ডে পৌরপিতা শ্রী বিজয় উপাধ্যায়। এই দিনে মানুষের ঢল ছিল দেখার মত। তবে অনুষ্ঠানে উপস্থিত ছিল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী শশী পাঁজা, বিধায়ক বিবেক গুপ্তা, শোভন চট্টোপাধ্যায়, সহ আরও অনেকে।
Comments