বড়বাজার শ্রী ডাঃক্ষ্মী মাতা প্রচার সমিতি উদ্যোগে জলের মেশিন উদ্ভোধন একটি স্কুলে
সোমবার বড়িশা শাশিভূষণ কল্যাণ বিদ্যাপীঠে একটি ঠান্ডা প্রাণীয় জলের কলের মেশিন বসানো হল। বড়বাজার শ্রী ডাঃক্ষ্মী মাতা প্রচার সমিতি উদ্যোগে এই কলের মেশিন বসানো হয়। ডোনেট করেছেন সংজ্ঞানেড়িয়া পরিবার। দ্বারখানাথ টেগর লেন সন্নিকটে এই স্কুল টি অবস্থিত। এই স্কুলের টিচার আর স্টুডেন্টরা জানান এই কলের মেশিন বসানো ফলে আমাদের খুব উপকার হয়েছে। এটি আমাদের প্রয়োজন ছিল। গরমে সময় খুবই কষ্ট হতো। এটি হওয়াতে আমরা খুশি। উদ্যোগক্তা জানান আমরা এটি বাচ্ছাদের কথা ভেবে লাগিয়েছি। তারা যাতে সুস্থ থাকে ভালো থাকে এটাই আমরা চাই।
Comments