খণ্ডল বিপ্রসভার তরফ থেকে দীপাবলি প্রীতি মিলন অনুষ্ঠান
রবিবার খন্ডল বিপ্রসভার পক্ষ থেকে দীপাবলি প্রীতি মিলন অনুষ্ঠান আয়োজিত হয় কলকাতা এক পাঁচতারা হোটেল। যেখানে উপস্থিত ছিলেন বিশিষ্ট মানুষজনেরা।অনুষ্ঠানে ছিল খাওয়া দাওয়া ভুরিভোজ, সংগীত। এছাড়াও ছিল বিশিষ্ট মানুষ জনেদের সংবর্ধনা জ্ঞাপন। সংস্থার সদস্য সজ্জন কুমার শর্মা তিনি বলেন আমরা এই ধরণের অনুষ্ঠান প্রতি বছর করি এবছরও করেছি। সারা বছর কাজে ব্যাস্ত থাকার কারণে আমাদের বন্ধু বান্ধবদের দেখা সাক্ষাৎ হয় না কিন্তু এই অনুষ্ঠানে মধ্যে দিয়ে আমরা এক সাথে হতে পারি। এটাই আমাদের কাছে আনন্দের কারণ। সবাই এসেছে এটা আমাদের খুব ভালো লেগেছে।
Comments