গ্রেটার বড় বাজার ওয়েলফেয়ার সোশ্যাইটি উদ্যোগে সেবা ক্যাম্প
ছট পুজো উপলক্ষে গ্রেটার বড়বাজার ওয়েলফেয়ার সোশ্যাইটি উদ্যোগে সকল পূজার্থীদের জন্য একটি সেবা ক্যাম্পের আয়োজন করা হয়। যেখানে বহু মানুষের জন্য খাবারে আয়োজন করা হয়ে ছিল। শুধু এবছর নয় প্রতি বছর এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করে থাকেন এই সংস্থা। এর পাশাপাশি মানুষের স্বার্থে সামাজিক মূলক কাজ করতে দেখা যায় এদেরকে। কখনও ব্লাড ডোনেশন ক্যাম্পে, কখনও আই চেকাপ ক্যাম্প, এছাড়াও বিভিন্ন ধরনের সেবা ক্যাম্প করতে দেখা যায় এদের কে। তবে এই অনুষ্ঠানের সহযোগিতায় রয়েছেন সন্দীপ সিং, পবন শর্মা, সাওরমল আগরয়াল, সৌরভ দাস সহ আরও অনেকে। তবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক বিবেক গুপ্তা, পৌরপিতা মহেশ শর্মা এছাড়াও বহু বিশিষ্ট জনেরা।
Comments