ভ্রমন প্ৰিয় বাঙালীদের জন্য এল ট্র্যাভেল টুরিজিম বাজার
ভ্রমন বাঙালির মনে ও মননে। রবীন্দ্রনাথ থেকে বিবেকানন্দের মতো দার্শনিক বা আজকের আম মধ্যবিত্ত বাঙালি, ভ্রমণ সবার কাছেই স্বআঙ্গিকে বর্ণিত হয়েছে।আবার কারো কারো কাছে কাজের ফাঁকে মনকে চাপ মুক্ত করার পন্থা। বিগত কয়েক দশকে বাঙালির ভ্রমণ মানসিকতায় অনেকটাই বদল এসেছে। ১৫ থেকে ১৭ই ফেব্রুয়ারী পর্যন্ত ভ্রমন প্ৰিয় বাঙালীদের জন্য ট্র্যাভেল টুরিজিম বাজার বসল টেংগুলা পার্ক ময়দানে। যেখানে রয়েছে রাজ্য ও রাজ্যেরে বাইরে বিভিন্ন জায়গায় ঘোরার ঠিকানা। এখানে থেকেই আপনার পছন্দের জায়গা বেছে নিয়ে বুক করতে পারেন। উত্তরাখন্ড,গভমেন্ট অফ টুরিজিম, ছত্রিশগড় টুরিজিম বোর্ড সব মিলিয়ে ৩৫টা স্টল রয়েছে। বৃহস্পতিবার বিধায়ক দেবাশীষ কুমারে হাত দিয়ে শুভ উদ্ভোধন হয়।
Comments