কসবায় রঙিন মাছ ও বিদেশী পাখির দেখতে মানুষের ভিড়
কসবা ললিত স্মৃতি স্বাস্থ্য কেন্দ্র ও ভাগ্যলক্ষী এজেন্সি পরিচালনায় আয়োজিত হল সারা বাংলা যোগাসন প্রতিযোগিতা ও রঙিন মাছ ও বিদেশী পাখি প্রদর্শনী উৎসব। রবিবার ছিল যোগাসন প্রতিযোগিতা সন্ধেবেলায় আয়োজিত হয়ে ছিল প্রতিযোগিদের পুরস্কার বিতরণ আর সেই ছবি তুলে ধরা হয়ে খাস সংবাদ এ তরফ থেকে। ২৩ শে জানুয়ারিতে আয়োজিত হবে বিচিত্রাঅনুষ্ঠান। তবে রঙিন মাছ ও বিদেশী পাখি প্রদর্শনী ছিল দেখার মত কয়েক দিন ধরে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মত। উদ্যোগক্তা সন্দীপ পাল তিনি বলেন আমরা প্রতি বছর এই অনুষ্ঠান করে আসছি আর এই ধরনের কাজ করার প্রেরণা পাই মহাশয় দেবাশীষ দত্তের কাছে থেকে। অনুষ্ঠান এ উপস্থিত ছিলেন মোহন বাগান ক্লাবের সেগেটারি দেবাশীষ দত্ত, সন্দীপন ব্যানার্জী সহ আরও অনেক বিশিষ্ট জনেরা।
Comments