রবিবার বালিগঞ্জ ফাঁড়ি থেকে টেঙ্গুলা পার্ক পর্যন্ত ভারত জোড়ো ন্যায় পদযাত্রা
লোকসভা ভোটের আগে চলছে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা। মণিপুর থেকে শুরু হয়ে বিভিন্ন রাজ্য পরিক্রমা করে এই যাত্রা শেষ হবে মহারাষ্ট্রের মুম্বইতে। এরই মাঝে সেই যাত্রা যাবে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে। রবিবার দক্ষিণ কলকাতা মহিলা ও সংখ্যালঘু কংগ্রেস কমিটি উদ্যোগে ভারত জোড়ো ন্যায় যাত্রা নামল কলকাতা বালিগঞ্জ ফাঁড়ি থেকে। আর যাত্রা শেষ হয় টেঙ্গুলা পার্কে। অযোধ্যা রাম মন্দির প্রতিষ্ঠা আগেই কংগ্রেসে বড় চমক। অথনৈতিক ন্যায়, সামাজিক ন্যায়, রাজনৈতিক ন্যায় এই মূল বিষয় গুলি নিয়েই এই যাত্রার মূল লক্ষ। তবে এই দিনের এই পদ যাত্রার সামিল ছিলেন কংগ্রেসে সভানেত্রী মিতা চক্রবর্তী, তুলসি মুখ্যর্জি সহ সমস্ত কংগ্রেসে সহ কর্মীরা।


Comments