৭৫ ত্তম আন্তজার্তিক মানবাধিকার দিবস পালন করল মানবাধিকার সংগঠন
ভারতের সর্ববৃহৎ মানবিধকার সংগঠনের পক্ষ থেকে ধর্মতলার ওয়াই চ্যানেল কাছে ৭৫ ত্তম আন্তজার্তিক মানবাধিকার দিবস পালন করলো হিউম্যান রাইটস। মঞ্চে উপস্থিত ছিল বহু সন্মানীয় ব্যক্তি এবং পুলিশের পদাধিকারী ও সমাজকর্মী। বহুগুণী ব্যক্তিত্বকে সংবর্ধনা দেওয়া হয়। সংগঠনের সাধারণ সম্পাদক অতীন্দ্র ঘোষ বলেন, এই হিউম্যানরাইটস সংগঠন মানুষের পক্ষে পাঁচটি মৌলিক অধিকার নিয়ে কাজ করছে সেগুলো হল খাদ্য বস্ত্র, বাসস্থান শিক্ষা ও স্বাস্থ্য। এই মৌলিক অধিকারগুলো যেন মানুষ পান সেটা দেখার দায়িত্ব আমাদের হিউম্যান রাইটসের পক্ষ থেকে মন্টু রায় জানান গণতান্ত্রিক মৌলিক সাংবিধানিকও মানব অধিকারের স্বার্থে সি, পি, ডি, আর ইন্ডিয়ার' লড়ছে মঞ্চে উপস্থিত মাননীয় অতিথি গণ। মানুষের অধিকার নিয়ে কথা বলেছে এই সংস্থা। সংগঠনের অর্গানাইজার ও কালচারার সেক্রেটারি নিবীড় মজুমদার পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেছেন। হিউম্যান রাইটসের পক্ষ থেকে পুলিশ প্রশাসনকে ধন্যবাদা জানিয়েছে।
Comments