সর্বধর্ম মিলন সমিতি পরিচালনায় স্বাস্থ্য শিবির ও চক্ষু পরিষেবা ক্যাম্প

স্বাস্থ্য হলো ব্যক্তির সার্বিক অবস্থা যা তাকে যে-কোনো পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার পাশাপাশি সমাজের ভালোমন্দ বুঝাতে সাহায্য করে। স্বাস্থ্য শুধুমাত্র রোগ থেকে মুক্তি বা অসুস্থতার অভাব বা শারীরিক সুস্থতা নয়, স্বাস্থ্য হলো ব্যক্তির সামাজিক, মানসিক ও শারীরিক গুণাবলির এমন একটি সমন্বয় যা তাকে পরিপূর্ণ জীবনযাপনে সহায়তা করে।একটি দক্ষ স্বাস্থ্যসেবা ব্যবস্থা একটি দেশের অর্থনীতি , উন্নয়ন এবং শিল্পায়নের একটি উল্লেখযোগ্য অংশে অবদান রাখতে পারে । স্বাস্থ্যসেবাকে প্রচলিতভাবে বিশ্বব্যাপী মানুষের সাধারণ শারীরিক ও মানসিক স্বাস্থ্য এবং সুস্থতার প্রচারে একটি গুরুত্বপূর্ণ নির্ধারক হিসাবে বিবেচনা করা হয়। [৫] এর একটি উদাহরণ ছিল 1980 সালে বিশ্বব্যাপী গুটিবসন্ত নির্মূল করা , যাকে WHO ঘোষণা করেছে, মানব ইতিহাসের প্রথম রোগ যা ইচ্ছাকৃত স্বাস্থ্যসেবা হস্তক্ষেপের মাধ্যমে নির্মূল করা হয়েছে। রবিবার সর্ব ধর্ম মিলন সমিতি পরিচালনায় ইন্টালী কাঁঠাল বাগানে সন্নিকটে একটি স্বাস্থ্য শিবির ও চক্ষু পরিষেবা শিবিরে আয়োজন করা হয়। যেখানে ফ্রিতে অপারেশন ও চশমা দেওয়া হয় এই দিন।শুধু তাই নয় ফ্রিতে কিছু ওষুধতের দেওয়ার ব্যবস্থা করা। বহু মানুষ এই ক্যাম্পে পরিষেবা নিতে দেখা যায় এই দিনে। তবে এই সমগ্র ক্যাম্পের আয়োজনে ছিলেন সমাজসেবী দেবাশীষ দত্ত ও সাহা আলম।মানুষের স্বার্থে এই দুজনকে বহু সময় এই ধরনের কাজ করতে দেখা যায়। তাই তাঁদের এই কাজকে সাধারণ মানুষ খুবই খুশি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তামাগু ঘোষ, অমিতাভ ঘোষ, খোকন মন্ডল, জগজিৎ সিং, প্রনব পোদ্দার,সহ্য আরও অতিথি বৃন্দরা।

Comments

Popular posts from this blog

তাপসীল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র সাংবাদিক সম্মেলন

শুক্রবার আয়োজিত হল রেলওয়ে অসংগঠিত শ্রমিক ন্যায় ও অধিকার সম্মেলন সভা