নার্জেশ সিং এ উদ্যোগে বিশ্ব শান্তি মা কালী পুজো উপলক্ষে ভোগ বিতরণ
হিন্দু ধর্ম অনুসাস্ আষাঢ় মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মাসে যোগিনী একাদশী, দেবশায়নী একাদশী গুরু পূর্ণিমা পালিত হয়। আষাঢ় মাসে বিষ্ণুর আরাধনা করার রীতি প্রচলিত আছে। এই মাস থেকেই যোগনিদ্রায় যান শ্রীহরি। সেই কারণে দেবশায়নী একাদশী থেকে আগামী চার মাস কোনও শুভ কাজ করা যায় না। আষাঢ় মাসকে স্বয়ং বিষ্ণুদেবের মাস হিসেবে মনে করা হয়। এই মাসে শ্রীহরির উপাসনা করলে তিনি প্রসন্ন হন এবং কাঙ্খিত ফল লাভ করা যায়।সোমবার বড় বাজার বটতলা স্ট্রিটে সন্নিকটে সমাজসেবী নাগেশ সিং এ উদ্যোগে বিশ্ব শান্তি মা কালী পুজো ভোগ বিতরণ করা হয়। শুধু এই দিন নয় প্রতি টি অম্বস্যায় এই পুজো উপলক্ষে ভোগ বিতরণ করতে দেখা যায় তাকে। তিনি বলেন এই ধরনের সামাজিক মূলক কাজে ইনপিরিয়শন দিয়েছেন সন্তোষ পাঠক। তিনিআরও বলেন মানুষের জন্য আরও অনেক ভালো ভালো কাজ করতে চাই
Comments