৮৪নং ওয়ার্ডে পৌরমাতা পারমিতা চ্যাট্টর্জি উদ্যোগে রক্তদান শিবির
রক্তদান মহৎদান। এক ফোঁটা রক্ত সবার জীবন ফিরিয়ে দেয়। থাকে না কোনো সাম্প্রদায়িকতা ভেদাভেদ। শনিবার ৮৪নং ওয়ার্ডে পৌরমাতা পারমিতা চ্যাটার্জী উদ্যোগে আয়োজিত হল ব্লাড ডোনেশন ক্যাম্প। শুধু তাই নয় শ্রী অনুপ চট্টপাধ্যায় এ শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানে শুভ সূচনা হয়। এই দিন বহু মানুষ রক্তদান করে এই শিবিরে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র ফিরহাদ হাকিম, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, সাংসদ মালা রায়, বিধায়ক দেবাশীষ কুমার, সহ্য আরও অনেক বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে মধ্যে দিয়ে বিশিষ্টজনেদের বিশেষ সম্মানে সংবর্ধনা দেওয়া হয়। এছাড়াও যারা রক্ত দিয়েছে তাঁদেরকেও সংবর্ধনা দেওয়া হয়।
Comments