৬৩নং কুমার পাড়ায়, কয়কান ফাউন্ডেশন এ পরিচালনায় আয়োজিত হল রক্তদান শিবির
নিজস্ব প্রতিনিধি:গীতা মন্ডল- আবহমানকাল ধরে মানবদেহের জন্য রক্তদান এবং রক্ত গ্রহণের ব্যবহার চলছে। ‘আশরাফুল মাখলুকাত’ বা সৃষ্টির সেরা জীব হিসেবে মানুষের মহামূল্যবান জীবন ও দেহ সুরক্ষায় রক্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অপরিহার্য তরল উপাদান। যেকোনো দুর্ঘটনায় শরীর থেকে রক্ত ঝরে গেলে দেহের অভ্যন্তরে অন্ত্র বা অন্য কোনো অঙ্গ থেকে রক্তক্ষরণ হলে অস্ত্রোপচারের জন্য রক্তের খুব প্রয়োজন।
প্রসবজনিত অপারেশনের সময় বা বড় ধরনের দুর্ঘটনার মতো নাজুক অবস্থায় রক্ত দেওয়া অত্যাবশ্যকীয় হয়ে পড়ে। মানবদেহে রক্তশূন্যতার জন্য রক্ত গ্রহণের যেমন বিকল্প নেই, তেমনি রক্তের চাহিদা পূরণের জন্য রক্ত বিক্রয় বৈধ নয়। তবে বিনা মূল্যে রক্ত না পেলে রোগীর জন্য রক্ত ক্রয় করা বৈধ, কিন্তু এতে বিক্রেতা গুনাহগার হবে।স্বেচ্ছায় রক্ত দেওয়ার জন্য অনেক মানুষের আগ্রহ আছে। কিন্তু সমন্বয়ের জন্য প্রয়োজনীয় রক্ত সংগ্রহ করা সম্ভব হয় না। রবিবার কয়েকন ফাউন্ডেশন এ পরিচালনায় আয়োজিত রক্তদান শিবির। কসবা ৬৩নং কুমোর পাড়ায় আয়োজিত হল এই অনুষ্ঠানটি। এই দিন বহু মানুষ এই শিবিরে রক্ত দেয়। রক্তদান মহৎ দান। এক ফোঁটা রক্ত মানুষের জীবনকে ফিরিয়ে দেয়। থাকে না কোনো ভেদাভেদ। তবে এই দিনের অনুষ্ঠান এ উপস্থিত ছিলেন ৯১নং ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস এ প্রেসিডেন্ট রানা বোস,৯১নং ওয়ার্ডে যুব তৃণমূল প্রেসিডেন্ট বিপ্লব দত্ত, এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার প্রাণকেন্দ্র ও সমাজসেবী রাহুল দাস, প্রসেনজিৎ দাস সহ্য বহু বিশিষ্ট জনেরা।
Comments