শনিবার রাসবিহারী এভিনিউ ট্রেডার্স এসোসিয়েশনে উদ্যোগে আয়োজিত হল রক্তদান
রক্তদান মহৎদান, একফোঁটা রক্ত মানুষের জীবন ফিরিয়ে দেয়। থাকে না কোনো সাম্প্রদায়িকতা। শনিবার রাসবিহারী এভিনিউ ট্রেডার্স এসোসিয়েশনে উদ্যোগে আয়োজিত হল রক্তদান শিবির। তাঁদের এই শিবির ১৩বছরে পদার্পন করলো। তবে রক্তদানে পাশাপাশি ছিল বিসনেস মেলা। বিভিন্ন ধরনের আকর্ষনীয় জিনিস পথ ছিল এই মেলাতে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক দেবাশীষ কুমার, সাংসদ মালা রায়, এছাড়াও ছিল স্থানীয় কাউন্সিলারা। তবে এই অনুষ্ঠানে উদ্যোগক্তাদের স্বাগত জানিয়েছে এলাকার মানুষ।
Comments