প্রয়াত ন্যাশনাল প্রটেকশন ফর ডেমোক্রেটিক হিউমান রাইটস অফ ইন্ডিয়া প্রেসিডেন্ট ডক্টর প্রদীপ কুমার ডুবে স্মৃতি স্বরণ

মানব পরিবারের সকল সদস্যের জন্য সার্বজনীন, সহজাত, অহস্তান্তরযোগ্য এবং অলঙ্ঘনীয় অধিকারই হলো মানবাধিকার। মানবাধিকার প্রতিটি মানুষের এক ধরনের অধিকার যেটা তার জন্মগত ও অবিচ্ছেদ্য। মানুষমাত্রই এ অধিকার ভোগ করবে এবং চর্চা করবে। তবে এ চর্চা অন্যের ক্ষতিসাধন ও প্রশান্তি বিনষ্টের কারণ হতে পারবে না। মানবাধিকার সব জায়গায় এবং সবার জন্য সমানভাবে প্রযোজ্য। এ অধিকার একই সাথে সহজাত ও আইনগত অধিকার। স্থানীয়, জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক আইনের অন্যতম দায়িত্ব হল এসব অধিকার রক্ষণাবেক্ষণ করা।বিশ্বব্যাপী মানবাধিকারের বিষয়টি এখন আরো প্রকটভাবে অনুভূত হচ্ছে, যখন আমরা দেখছি যে, মানুষের অধিকারসমূহ আঞ্চলিক যুদ্ধ, সংঘাত, হানাহানির কারণে বার বার লংঘিত হচ্ছে। একটি পরিবার ও সমাজের কর্তারা তাদের অধিনস্তদের অধিকার রক্ষা করবে। রাষ্ট্র এবং আর্ন্তজাতিক প্রতিষ্ঠানসমূহ মানবাধিকার রক্ষায় ভূমিকা পালন করে থাকে।
বৃহস্পতিবার প্রয়াত ন্যাশনাল প্রটেকশন ফর ডেমোক্রেটিক হিউমান রাইটস অফ ইন্ডিয়া প্রেসিডেন্ট ডক্টর প্রদীপ কুমার ডুবে স্মৃতি স্বরণে একটি অনুষ্ঠানে আয়োজন করা হয় ক্যাশিপুর ২নং টুর্নার রোডে তাঁদের পার্টি অফিসে। যেখানে তাকে মাল্যদান করে এবং স্মৃতি স্বরণ করে নীরবতা পালন করা হয়। ও তার স্মৃতি উদমোচন করা হয়। পাশাপাশি এই দিন বহু পথচারি মানুষ কে খাবার বিতরণও করা হয়। তবে এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট রেখা ডুবে, সাউথ কলকাতা প্রেসিডেন্ট সুব্রত গোস্বামী, দমদম ব্লক প্রেসিডেন্ট দিনবন্ধু দাস, এম, ডি, মেহতাব, রাজ নারায়ণ জইসওয়াল, ডক্টর সুধাংশু পূজারী, সুরেশ চন্দ্র গুপ্তা সহ আরও অনেকে।

Comments

Popular posts from this blog

তাপসীল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র সাংবাদিক সম্মেলন

শুক্রবার আয়োজিত হল রেলওয়ে অসংগঠিত শ্রমিক ন্যায় ও অধিকার সম্মেলন সভা