মহেশতলা সাহিত্য ও সংস্কৃতি পরিষদের পরিচালনায় বই মেলা
বইকে কেন্দ্র করে বইমেলা। প্রাঙ্গণে এক পরিবেশে সামাজিক মেল বন্ধন গড়ে উঠতে দেখা যায় এই মেলাকে ঘিরে।বইমেলায় প্রকাশক এবং পুস্তক বিক্রেতারা বিশ্বের নানা প্রান্তের নানা বিষয়ের বই এনে বিভিন্ন রুচির মানুষের সামনে এনে হাজির করেন। স্বাদ আছে সাধ্য নেই, এমন বইপ্রেমী মানুষ বইমেলায় এসে বিভিন্ন বইয়ের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পেয়ে যায়।একটি বইমেলা হল ছাত্রদের হোম লাইব্রেরি তৈরি করার, তাদের পঠন এবং বোঝার দক্ষতা আরও বৃদ্ধি করার এবং প্রায়শই নতুন বিষয় বোঝার জন্য জ্ঞান এবং শব্দভান্ডার তৈরি করার একটি চমৎকার সুযোগ। মহেশতলা সাহিত্য ও সংস্কৃতি পরিষদের পরিচালনায় গনিপুর শীতলা হাইস্কুল হিরুমিস্ত্রি স্কুলমাঠে আয়োজিত হল এক ঐতিহ্যবাহী বই মেলা উৎসব।
৭,৮,৯তিন দিন ধরে চলে এই মেলা।তবে মেলার পাশাপাশি ছিল আরও বিভিন্ন ধরনের অনুষ্ঠান। মেলাতে ছিল বিভিন্ন ধরনের বই যা বই প্রেমীদের মন কেড়ে নেবে। ছোট থেকে বড় প্রত্যেকের জন্য ছিল বিভিন্ন ধরনের বই। প্রত্যেক স্টলে ন্যায্য ও কম দামে বই ছিল ক্রেতাদের জন্য। সোমবারে এই বই মেলাতে ঘুরে গিয়েছেন কলকাতা হাইকোর্ট এ বিচারপতি বিমান বন্দ্যোপাধ্যায়।তবে যাদের জন্য এই অনুষ্ঠান করতে সম্ভব হয়েছে তারা হলেন কাউন্সিলার গৌরী নস্কর, কাউন্সিলার মুকুল মন্ডল,সুজিব কর,কাশীনাথ মন্ডল,রবিন মন্ডল,অমিত হাজারী সহ আরও অনেকে।
Comments