বড়বাজার কালাকার স্ট্রিস্টে আয়োজিত হল নৃসিংহ চতুর্দশী উপলক্ষে অনুষ্ঠান

৪ই মে ২০২৩ নৃসিংহ দেবের আবির্ভাব তিথি। এই তিথি প্রতিটা ব্যক্তি মাত্র‌ই অবশ্যই পালন করা উচিত, এই ব্রত করার নিয়ম হলো সন্ধ্যাকালীন অবধি নির্জলা উপবাস, এই উপবাস রাখতে অসমর্থ হলে সারাদিন একাদশীর মত অনুকল্প প্রসাদ ভক্ষণ করা যেতে পারে। সন্ধ্যায় নৃসিংহ দেবের শুভ আবির্ভাব মুহুর্তে নরসিংহ দেবের আরতি করে তারপর প্রসাদ গ্রহণ‌।ভগবান নৃসিংহদেব বলেছেন, যারা এই জন্ম মৃত্যুময় চক্রে ভীত তারা এই পরম গোপনীয় নৃসিংহ চতুর্দশী পালন করলে শত কোটি কল্
পেও তাদের এই পৃথিবীতে পুনরাবৃত্তি হয় না অর্থাৎ জন্ম হয় না।‌ বৃহস্পতিবার বড়বাজার কালাকার স্ট্রিটে এই পুজো মহা ধুমধাম করে পালিত। এই পুজো উপলক্ষে সারাদিন উপবাস করে ব্রত পালন করলেন সচীন তিপার্টি। সারাদিন উপবাসের পর বিকালে জল ঢেলে প্রসাদ গ্রহণ করে উপবাস ভাঙলেন তিনি। তবে বৃহস্পতিবারে এই দিনের অনুষ্ঠান ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু অতিথি বৃন্দরা।

Comments

Popular posts from this blog

তাপসীল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র সাংবাদিক সম্মেলন

শুক্রবার আয়োজিত হল রেলওয়ে অসংগঠিত শ্রমিক ন্যায় ও অধিকার সম্মেলন সভা