"ঝংকার কলাঙ্গন"-এর পঁচিশতম বার্ষিক অনুষ্ঠান

নৃত্য ও কলা সংস্কৃতির মেলবন্ধনে "ঝংকার কলাঙ্গন"-এর পঁচিশতম বার্ষিক অনুষ্ঠান হয়ে গেল ২৭শে মে উত্তর কলকাতার রাজা রামমোহন হলে। ১৯৯৭ সাল থেকে এই সংস্থার যাত্রা শুরু হয় নৃত্যচার্য্য শম্পা সরকারের হাত ধরে।যেখানে ভারত নাট্যম,কত্থক,ওডিসি, ক্লাসিক্যাল সহ ক্রিয়েটিভ নৃত্য রবীন্দ্র নৃত্যের পাশাপাশি আঁকা র শিক্ষা কেন্দ্র হিসেবে ছাত্র ছাত্রীদের কাছে বেশ জনপ্রিয়তা লাভ করেছে।এদিনের অনুষ্ঠান শুরু হয় নটরাজ বন্দনায় সংগীতের মাধ্যমে।এবং শিব তান্ডব নৃত্যের মাধ্যমে অনুষ্ঠানের গতি বাড়ে।আবৃত্তি ও কোলাজের মেলবন্ধনে নৃত্য আলেখ্য কালো মেয়ের উপাখ্যান ছিল দর্শকদের কাছে উপরি পাওনা।পাশাপাশি কত্থক ভারত নাট্যম ওডিসি সমন্বয়ে ক্লাসিক্যাল ফিউশন।অনুষ্ঠানের দিন প্রদীপ প্রজ্বলন করেন অতিথি হিসাবে উপস্থিত কবি সব্যসাচী দেব,মহাশ্বেতা ব্যানার্জী,এসিস্ট্যান্ট পুলিশ কমিশনার গৌতম দাস,চিত্র পরিচালক পলাশ বৈরাগী প্রমুখদের হাতে শুভ সূচনা হয়।ছোট ছোট শিশু দের নাচ বেশ ভালো লাগে ,সাথে বেশ কিছু গুণী কবি ও বাচিক শিল্পীদের কবিতা ছিল অনবদ্য।ঝংকার কলাঙ্গন এই ভাবে সংস্থার ডিরেক্টর শ্রীমতী শম্পা সরকারের হাত ধরে সুচারু ও সুন্দর ভাবে এগিয়ে চলুক ও সুদূর প্রসারতা লাভ করুক এই শুভেচ্ছা রইলো।

Comments

Popular posts from this blog

শুক্রবার আয়োজিত হল রেলওয়ে অসংগঠিত শ্রমিক ন্যায় ও অধিকার সম্মেলন সভা

বিহার দিবস উপলক্ষে ৩৫নং ওয়ার্ডে রানিয়া ৩০ফুট অটো স্ট্যান্ডে সন্নিকটে আয়োজিত হল একটি সাংকৃতি অনুষ্ঠান

শুক্রবার ডমরু নিনাদে পরিচালনায় আয়োজিত হল স্বরণে রবীন্দ্রনাথ রবীন্দ্র নৃত্য উৎসব