কেন্দ্র ও রাজ্য সরকারে সর্বত্র ব্যর্থতা প্রতিবাদে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস কর্মীদের বিক্ষোভ সভা
২০২৪ লোকসভা ভোটের আগে, বিজেপি বড় ধাক্কা। কর্ণাটকে কংগ্রেসের জয়। বিজেপি ধরাশায়ী করে বিপুল ভোটে জয়ী কংগ্রেসে।২০১৮ চেয়ে এক ধাক্কায় ৫৫টি আসন বাড়িয়ে ১৩৬টি আসনে জয়ী কংগ্রেস। অন্য দিকে ৩৯টি আসন কমে বিজেপি ঝুলিতে গেল ৫৫টি আসন। জেডিএসের প্রাপ্ত আসন ১৯, অন্যান্যরা পেয়েছে ৪টি আসন। কর্ণাটকে ভোটে বিজেপি একের পর এক হেভিওয়েটের হার। বিদায়ী স্পিকার, শিক্ষামন্ত্রী, পরিবহন মন্ত্রী সহ সহ ১১জন মন্ত্রীর হার। রাজনৈতিক ইতিহাস তৈরী হল কংগ্রেসের জন্য। শুক্রবার কেন্দ্র ও রাজ্য সরকারে সর্বত্র ব্যর্থতার প্রতিবাদে তথা মূল্য বৃদ্ধি ও বেকারত্ব এ বিরুদ্ধে হাজার মোড়ে একটি পথ সভার আয়োজন করেন দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস কর্মীবৃন্দরা। পাশাপাশি ১৫ই জুন প্রদেশ কংগ্রেসের ডাকে শহীদ মিনার চলার ডাক দেওয়া হয় এই সভা মঞ্চ থেকে। তবে এই দিনের প্রতিবাদ মঞ্চে উপস্থিত ছিলেন কৃষ্ণা দেবনাথ, মিতা চক্রবর্তী, সুকান্ত চৌধুরী, প্রদীপ ভট্টাচার্য, সুমিতা, সুবীর চৌধুরী, মানস সিংহ রায়, দিলীপ গাঙ্গুলী, সুকান্ত মন্ডল, সহ আরও অনেক বিশিষ্ট জনেরা।
Comments