তিলজলা তরুণ সংঘ ক্লাবের পরিচালনায় আয়োজিত হল আয় তবে সহচরী ২০২৩
শনিবার তিলজলা তরুণ সংঘ ক্লাবের পরিচালনায় আয়োজিত হল আয় তবে সহচরী ২০২৩। রবীন্দ্র নজরুল সন্ধ্যায় আলোকিত হয়ে উঠে ছিল গোটা মঞ্চ। ছোট বড় প্রত্যেকেই এই অনুষ্ঠানে অংশ গ্রহণ করে ছিল। আবৃতি, নাটক, নৃত্য সংগীতের মধ্যে দিয়ে দর্শকদের মন কেড়ে নিয়ে ছিল এই অনুষ্ঠান। এই দিনের অনুষ্ঠানে দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মত।১৫, চৌবাগা রোড এ সন্নিকটে তিলজলা তরুণ সংঘ এ এই সমগ্র অনুষ্ঠানটি আয়োজন করা হয়ে ছিল।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সঞ্জয় দে, মিলন সিনহা, সৌরভ সাহু, শুভজিৎ দে, প্রসেনজিৎ দাস, মনোতোষ বেরা, রমাপদ দাস,সর্বরী দাস, দেবলিনা ডলি, তাপসি, রিতা, সুনিতা, সুপূরনা, সোমা, বুবাই, মামনি, মুনমুন, মামি, সুমিতা সহ আরও অনেকে।
Comments