নার্জেশ সিং ও সন্তোষ পাঠকের উদ্যোগে ভোগ বিতরণ

জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ফলহারিণী কালীপুজো অনুষ্ঠিত হয়।মোক্ষলাভের প্রাপ্তির জন্য এই অমাবস্যার বিশেষ মাহাত্ম্য আছে ৷ দক্ষিণেশ্বর থেকে কালীঘাট-তারাপীঠে ফলহারিণী কালীপুজো করা হয়। অনেক গৃহস্থ বাড়িতেও হয় এই পুজো। এইদিন মাকে বিভিন্ন মরশুমি ফল দিয়ে পুজো করা হয়।
জ্যৈষ্ঠমাসে আম, জাম, লিচু, কাঁঠালের মতো নানা রকম মরশুমি ফল পাওয়া যায়। এ দিন মনস্কামনা পূর্ণ করতে মা কালীকে ফল নিবেদন করেন ভক্তরা।বৃহস্পতিবার ছিল ফলহারিণী অমাবস্যা আর তাই সেই দিন টি উপলক্ষ করেই নার্জেশ সিংহ ও কাউন্সিলার সন্তোষ পাঠকের উদ্যোগে আয়োজিত হল ভান্ডারা। এই দিন সমস্ত পথচারি মানুষদের খিচুড়ি, ফল, পায়েস ভোগ দেওয়া হয়। শ্রী শ্রী বিশ্বশান্তি মা কালীপুজো উপলক্ষে এই অনুষ্ঠানে আয়োজন করা হয়ে ছিল ১২নং শোভারাম বসাক স্ট্রিটে। এই দিন উদ্যোক্তা নার্জেশ সিং তিনি নিজের হাতে সবাই কে ভোগ বিতরণ করেন।এছাড়া উপস্থিত ছিলেন প্রকাশ যাজবিয়া, সঞ্জয় মাঝেজি, ভারত রাম তিয়ারি, রাম বাবু শুল্কা, পাপু বানশাল, রূপনারায়ণ বেরাসারি, নাগিনা খেরয়ার, নরেন্দ্র সিং গোরওরা, রাজদেব তিয়ারি, উমা শংঙ্কর সিং, মমতাজ আনসারী,।

Comments

Popular posts from this blog

তাপসীল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র সাংবাদিক সম্মেলন

শুক্রবার আয়োজিত হল রেলওয়ে অসংগঠিত শ্রমিক ন্যায় ও অধিকার সম্মেলন সভা