কর্ণাটকে কংগ্রেসে জয়ের পর কলকাতা রাস্তায় জয়ের মিছিল
২০২৪ লোকসভা ভোটের আগে, বিজেপি বড় ধাক্কা। কর্ণাটকে কংগ্রেসের জয়। বিজেপি ধরাশায়ী করে বিপুল ভোটে জয়ী কংগ্রেসে।২০১৮ চেয়ে এক ধাক্কায় ৫৫টি আসন বাড়িয়ে ১৩৬টি আসনে জয়ী কংগ্রেস। অন্য দিকে ৩৯টি আসন কমে বিজেপি ঝুলিতে গেল ৫৫টি আসন। জেডিএসের প্রাপ্ত আসন ১৯, অন্যান্যরা পেয়েছে ৪টি আসন। কর্ণাটকে ভোটে বিজেপি একের পর এক হেভিওয়েটের হার। বিদায়ী স্পিকার, শিক্ষামন্ত্রী, পরিবহন মন্ত্রী সহ সহ ১১জন মন্ত্রীর হার। রাজনৈতিক ইতিহাস তৈরী হল কংগ্রেসের জন্য। কর্ণাটকে বিপুল ভোটের জয়ে পর এবার কলকাতার রাস্তার মিছিলে হাঁটলেন বড়বাজার ডিস্ট্রিক্ট কংগ্রেস কমিটি নেতৃত্ববৃন্দরা। জেনারেল সেগেটারি নাগেশ সিং ও কাউন্সিলার সন্তোষ পাঠকের নেতৃত্বএ এই দিন সত্বেনারায়ণ পার্ক থেকে মিছিল বের হয়। এবং শেষ হয় ধর্মতলায়।তবে এই দিনের মিছিলে বহু সাধারণ মানুষকে পথে পা মেলাতে দেখা যায়।
Comments