৪২নং ওয়ার্ডে তৃণমূল ইয়ুথ কংগ্রেসে প্রেসিডেন্ট দীপক নিগালিয়া উদ্যোগে পালিত হল রবীন্দ্র জয়ন্তী
রবীন্দ্রজয়ন্তী বা পঁচিশে বৈশাখ বাঙালি জাতির একটি অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক উৎসব। বাংলা পঞ্জিকা অনুসারে, প্রতি বছর বৈশাখ মাসের ২৫ তারিখে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে এই উৎসব পালিত হয়।ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা সহ অন্যান্য রাজ্য এবং বাংলাদেশে ও বাঙালি অধ্যুষিত অঞ্চলে বিপুল উদ্দীপনার সঙ্গে এই উৎসব পালন করা হয়। বহির্বিশ্বের অন্যান্য অঞ্চলের বসবাসকারী বাঙালিরাও এই উৎসব পালন করেন। পশ্চিমবঙ্গে এই দিনটি রাষ্ট্রীয় ছুটির দিন হিসেবে পালিত হয়।মঙ্গলবার এই দিনটি কে স্বরণ করে ৪২নং ওয়ার্ডে তৃণমূল ইয়ুথ কংগ্রেসে উদ্যোগে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরে মাল্য দান করে এবং জাতীয় সংগীত গেয়ে তার স্মৃতি স্মরণ করে দিন টি উদযাপন করলেন তারা। উদ্যোক্তা হলেন ৪২নং ওয়ার্ডে তৃণমূল ইয়ুথ কংগ্রেসে প্রেসিডেন্ট দীপক নিগানিয়া।এছাড়াও এ দিনে হিন্দুস্তান সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি অনুপ্রেরণায় মারয়ারী রিলিফ সোসাইটি হাসপাতাল সমস্ত রোগীদের ফল বিতরণ করা হয় । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার প্রেসিডেন্ট প্রেম কুমার ডুবে, অশোক ওঝা, প্রদীপ শর্মা, সরোজ মিশ্রা, মেরাজ খান, দীপক নিগানিয়া, মহম্মদ জামাল, লালু মিশ্রা, ফাহিম ভাই, সুনীল দিক্সিট, বিজয় শর্মা, অনিল মিশ্রা, ভোলু, ওঁম গুপ্তা, নাওয়াল মন্ডল সহ আরও অনেকে। সমগ্র অনুষ্ঠান টি আয়োজিত হয় এম জি রোডে সন্নিকটে।
Comments