মায়ের আগমনী এক নতুন রূপে নারীকে সাজালেন মেকাপ আর্টিস জিৎ
বাঙালী প্ৰিয় উৎসব দূর্গাপুজো! আর মাত্র কয়েকটা দিন! মায়ের আগমনী বার্তা 'মহ, মহ,' করছে আকাশে বাতাসে! শরৎতে প্রাক্কালে কাশফুলে আগমনী বার্তা সাজো সাজো রব শুধু বাঙালী নয় এই আনন্দ সবার মধ্যেই সেজে ওঠে! রবিবার এই আগমনী বার্তায় মায়ের বিভিন্ন রূপের ছোট ঝলক তুলে ধরলো মেকাপ আর্টিস জিৎ চ্যাট্টার্জি! তার মেকাপে ঝলকে মধ্যে দিয়ে নারীদের সাজে মা দূর্গা বিভিন্ন রূপে তুলে ধরে এই আগমনী বার্তা অনুষ্ঠানে! মায়ের সাজ সাবেকিয়ানা থেকে শুরু করে আধুনিক সাজে বিভিন্ন রূপে মডেলদের সাজিয়ে এক নতুন বৈচিত্ররূপ দেয় মেকাপ আর্টিস জিৎ! মডেল সাজে ছিলেন অভিনীতি ব্যানার্জী, শম্পা দাস!
Comments