কমল সুনকরে উদ্যোগে আয়োজিত হল জল বিতরণ অনুষ্ঠান
দিন যত বাড়ছে ততই আবহাওয়া দাপট ততই বাড়ছে! নাজেহাল গোটা শহরবাসি, স্বস্তি নেই একটুও! তাই এই গরমের হাত থেকে একটু স্বস্তি পেতে বিভিন্ন জায়গায় চলছে জল, শরবত বিতরণ অনুষ্ঠান! ঠিক তেমনি বড়বাজার বটতলা স্ট্রিট বিশুদান্দন হাসপাতালে সন্নিকোটে লালবাহাদুর শ্রাস্ত্রী মিশন ফাউন্ডেশনে পরিচালনায় ও কমল সুনকরে উদ্যোগে এই জল বিতরণ অনুষ্ঠান আয়োজিত হয়! এই দিন গোলাপি শরবত বহু পথচারিদের হাতে তুলে দেওয়া হয়! তবে শুধু মঙ্গলবারই এই অনুষ্ঠানে আয়োজন করা হয়নি! গত একমাস ধরে চলছে তাঁদের এই জল বিতরণ কখনও খাবার বিতরণ অনুষ্ঠান! বহুলোক দারিয়ে থেকে তাঁদের সেবা গ্রহণ করে! তবে মঙ্গলবার এই ক্যাম্পে উদ্যোক্তা কমল সুঙ্কর ও স্ত্রী পিঙ্কি সুঙ্কর উপস্থিত থেকে বহু মানুষকে নিজের হাতে সেবা দেন! এছাড়াও ছিলেন দীপক সিং, বিশ্বনাথ এগোয়াল সহ্য আরও অনেকে!
Comments