আহমদিয়া মুসলিম জামাত কলকাতা পরিচালনায় আয়োজিত হল রক্তদান শিবির

Love for all Hatred for none অর্থাৎ ভালবাসা সবার তুরে, ঘৃণা নহে কারো পরে। শ্লোগানের মাধ্যমে ইসলামের শান্তিময় শিক্ষার আলোতে বিশ্বব্যপী শান্তি ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে চলেছে আহমদীয়া মুসলিম জামাত কলকাতা। রক্তদানের মধ্যে দিয়ে বিশ্ব শান্তির বার্তা দিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে চলেছে এই সংগঠন। আজ কলকাতার আহমেদিয়া মুসলিম মসজিদে এক মহতী রক্তদানের আয়োজন করা হয়। এদিনের এই রক্তদানকে ঘিরে বিশ্ব শান্তির বার্তা দেন সংগঠনের সদস্যরা। এদিনের রক্তদান শিবিরে হাজির ছিলেন সংগঠনের কলকাতার সভাপতি জাফর আহমেদ, মিশনারী কলকাতার আবু তাহির মন্ডল,ফজলুর রহমান ভাট্টি ও জানে আলম সহ অন্যান্যরা। মোবাইল ভ্যানের মাধ্যমে প্রায় শতাধিক মানুষ এই মহতী কর্মে এগিয়ে আসেন।

Comments

Popular posts from this blog

তাপসীল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র সাংবাদিক সম্মেলন

শুক্রবার আয়োজিত হল রেলওয়ে অসংগঠিত শ্রমিক ন্যায় ও অধিকার সম্মেলন সভা