দলীয় পতাকা হাতে নিয়ে দল পরিবর্তন করে কংগ্রেস যোগ দলেন মহম্মদ আসিল ও সাবনাম বিবি
মানুষের স্বার্থে মানুষের জন্য একজোট হয়ে মানুষের কাজ করতে চাই! বাংলায় কংগ্রেস পার্টি কে আরও শক্তিশালী করার জন্য আজ আমরা এই দলে যোগ দিয়েছি! সংবাদ মাধ্যমের সামনে এমনটাই বলেন অল ইন্ডিয়া মাইনোরেটি ফ্রন্টে ডিস্টিক প্রেসিডেন্ট মহম্মদ আসিল! মঙ্গলবার দলীয় পতাকা হাতে নিয়ে দল পরিবর্তন করে কংগ্রেস যোগ দেন তিনি! শুধু তাই নয় তার সাথে মহিলা সেলের প্রেসিডেন্ট সাবনাম বিবি ও এই দিন কংগ্রেস যোগ দেন! বহু স্বপ্ন নিয়ে আগামী দিন দলকে আরও চাঙ্গা করতে তাঁদের আজকের এই প্রয়াস কে স্বাগত জানালেন দলের কর্মীরা!


Comments