প্রদীপ সংঘ এর পরিচালনায় আয়োজিত হল রক্তদান শিবির ও বৃক্ষরোপন কর্মসূচি
রক্তদান মানে জীবনদান, একফোঁটা রক্ত মানুষের জীবনকে ফিরিয়ে দেয়! তাই এই মহৎ সামাজিক মূলক কাজ করতে দেখা যায়, বিভিন্ন ক্লাব ও সংস্থা গুলিকে! ঠিক তেমনি প্রদীপ সংঘ ক্লাবের পরিচালনায় আয়োজিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির! যেখানে বহু লোক স্বেচ্ছায় রক্তদান করেন! তবে শুধু রক্তদান নয় তার সাথে ছিলো বৃক্ষরোপন ও ছাতা বিতরণ অনুষ্ঠান! গোবিন্দপুর দূর্গাপূজা মন্ডপে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়! যেখানে উপস্থিত ছিলেন অলকা নন্দা রায়, কোর্ডিনেটর রতন দে, কোর্ডিনেটর বৈশ্বানূর চট্টোপাধ্যায়, বিধায়ক দেবাশীষ কুমার, সহ্য আরও অনেকে! তবে উদ্যোগতা সুকদেব প্রামানিক ও বিটু মন্ডল জানান এবছর তারা এই ধরনের অনুষ্ঠান প্রথম আয়োজন করেছেন! কিন্তু মানুষের স্বার্থে প্রতিবছর কিছু না কিছু কর্মসূচি আয়োজন করবেন তারা
Comments