Posts

Showing posts from August, 2021

138 নং ওয়ার্ডে মেমোরিয়াল হাইস্কুলে দুয়ারে সরকার প্রকল্পে ফর্ম দেওয়া হল

Image
যখন যেখানে দরকার! আপনার দুয়ারে সরকার! এই প্রকল্পে উপকৃত হয়েছে বহু মানুষ! বুধবার 138 নং ওয়ার্ডের দুয়ারে সরকারে সূচনা হল! শুধু তাই নয় তার সাথে ছিল লক্ষী ভান্ডার! বহু মানুষের এই দিন ফর্ম নেন! লেলিন মেমোরিয়াল হাইস্কুলে ফর্ম দেওয়া হয়! ফিতে কেটে বিধায়ক আব্দুল খালেক মোল্লা এই দিন প্রকল্পে শুভ সূচনা করেন! সেখানে উপস্থিত ছিলেন শিক্ষিকা মঞ্জু সহ্য দলের আরও অনেকে!

দলীয় পতাকা হাতে নিয়ে দল পরিবর্তন করে কংগ্রেস যোগ দলেন মহম্মদ আসিল ও সাবনাম বিবি

Image
মানুষের স্বার্থে মানুষের জন্য একজোট হয়ে মানুষের কাজ করতে চাই! বাংলায় কংগ্রেস পার্টি কে আরও শক্তিশালী করার জন্য আজ আমরা এই দলে যোগ দিয়েছি! সংবাদ মাধ্যমের সামনে এমনটাই বলেন অল ইন্ডিয়া মাইনোরেটি ফ্রন্টে ডিস্টিক প্রেসিডেন্ট মহম্মদ আসিল! মঙ্গলবার দলীয় পতাকা হাতে নিয়ে দল পরিবর্তন করে কংগ্রেস যোগ দেন তিনি! শুধু তাই নয় তার সাথে মহিলা সেলের প্রেসিডেন্ট সাবনাম বিবি ও এই দিন কংগ্রেস যোগ দেন! বহু স্বপ্ন নিয়ে আগামী দিন দলকে আরও চাঙ্গা করতে তাঁদের আজকের এই প্রয়াস কে স্বাগত জানালেন দলের কর্মীরা!

প্রদীপ সংঘ এর পরিচালনায় আয়োজিত হল রক্তদান শিবির ও বৃক্ষরোপন কর্মসূচি

Image
রক্তদান মানে জীবনদান, একফোঁটা রক্ত মানুষের জীবনকে ফিরিয়ে দেয়! তাই এই মহৎ সামাজিক মূলক কাজ করতে দেখা যায়, বিভিন্ন ক্লাব ও সংস্থা গুলিকে! ঠিক তেমনি প্রদীপ সংঘ ক্লাবের পরিচালনায় আয়োজিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির! যেখানে বহু লোক স্বেচ্ছায় রক্তদান করেন! তবে শুধু রক্তদান নয় তার সাথে ছিলো বৃক্ষরোপন ও ছাতা বিতরণ অনুষ্ঠান! গোবিন্দপুর দূর্গাপূজা মন্ডপে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়! যেখানে উপস্থিত ছিলেন অলকা নন্দা রায়, কোর্ডিনেটর রতন দে, কোর্ডিনেটর বৈশ্বানূর চট্টোপাধ্যায়, বিধায়ক দেবাশীষ কুমার, সহ্য আরও অনেকে! তবে উদ্যোগতা সুকদেব প্রামানিক ও বিটু মন্ডল জানান এবছর তারা এই ধরনের অনুষ্ঠান প্রথম আয়োজন করেছেন! কিন্তু মানুষের স্বার্থে প্রতিবছর কিছু না কিছু কর্মসূচি আয়োজন করবেন তারা