138 নং ওয়ার্ডে মেমোরিয়াল হাইস্কুলে দুয়ারে সরকার প্রকল্পে ফর্ম দেওয়া হল

যখন যেখানে দরকার! আপনার দুয়ারে সরকার! এই প্রকল্পে উপকৃত হয়েছে বহু মানুষ! বুধবার 138 নং ওয়ার্ডের দুয়ারে সরকারে সূচনা হল! শুধু তাই নয় তার সাথে ছিল লক্ষী ভান্ডার! বহু মানুষের এই দিন ফর্ম নেন! লেলিন মেমোরিয়াল হাইস্কুলে ফর্ম দেওয়া হয়! ফিতে কেটে বিধায়ক আব্দুল খালেক মোল্লা এই দিন প্রকল্পে শুভ সূচনা করেন! সেখানে উপস্থিত ছিলেন শিক্ষিকা মঞ্জু সহ্য দলের আরও অনেকে!