জয়বাবা লোকনাথ ট্রাস্ট ও মানবিক দমদম ফাউন্ডেশনের তরফে খেজুরিতে ত্রাণ শিবির

একদিকে করোনার দাপটে জড়জড়িত গোটা বিশ্ব! অন্যদিকে ইয়াশের দাপটে নাজেহাল গোটা রাজ্যবাসি! সবমিলিয়ে নিম্নবৃত্ত থেকে সাধারণ মানুষ নাজেহাল! ঠিক তেমনি খেজুরিতে এমনটাই শোচনীয় অবস্থা সাধারণ মানুষের! বাঁধভেঙে নদীর জলে ভেসে গেছে বহু মানুষের ঘরবাড়ি! আর এই অসহায় মানুষের পাশে এসে দাঁড়ালেন জয়বাবা লোকনাথ ওয়েলফেয়ার ট্রাস্ট ও মানবিক দমদম ফাউন্ডেশন! রবিবার খেজুরি অনুকূল ঠাকুরের আশ্রমে এই দিন বহু অসহায় মানুষের খাবার তুলে দেন এই সংস্থা! শুধু তাই নয় জামা কাপড়,মাস্ক বিতরণ করে তারা! অনুষ্ঠানে উপস্থিত ছিলেন! বিশিষ্ট সমাজসেবী মৌসুমী মজুমদার, আলো পোদ্দার, মানসী চ্যাট্টর্জি, বিকাশ সাউ, শিউলি সাহা, বুবাই ওরাং, শিবু সাহা, বাসু তালুকদার, শুভ্রা, রদ্র, সঞ্জীব দাস!

Comments

Popular posts from this blog

তাপসীল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র সাংবাদিক সম্মেলন

শুক্রবার আয়োজিত হল রেলওয়ে অসংগঠিত শ্রমিক ন্যায় ও অধিকার সম্মেলন সভা