ভোটের প্রচার সারলেন বেলেঘাটা বিধানসভা প্রার্থী রাজীব বিশ্বাস
আমার দৃঢ বিশ্বাস বাংলায় গণতন্ত্র আবারও পূর্ণরুদ্ধার হবে!মানুষ দুহাত ভরে আবার আমাদের আশীর্বাদ করবে! শনিবার প্রচার মঞ্চ সভা থেকে এমনি বার্তা দিলেন বেলেঘাটা বিধানসভা প্রার্থী রাজীব বিশ্বাস!যেখানে উপস্থিত ছিলেন তন্ময় ভট্টাচার্য সহ আরও বিশিষ্ট জনেরা! এই দিন বেলেঘাটা বাগানে সনিকর্টে প্রার্থী রাজীব বিশ্বাসের প্রচারে একটি জনসভার আয়জন করা হয়!সেই সভায় দাঁড়িয়ে 2 তারিখের পর মানুষের আশীর্বাদ নিয়ে তারা আবার বাংলায় ফিরবেন এমনি আশা রেখে সমস্ত জনগণকে কাস্তে হাতুড়ে ভোট দেওয়া আহ্বান জানান তিনি!
Comments