রাজ্যরাজনীতি নিয়ে এবার সরাসরি মুখ খুলেন বিজেপি নেতা গৌতম জানা
2 তারিখের পর বিজেপিই গড়বে নতুন সরকার! ফুটবে পদ্মফুল! এমনটাই বলেন বিজেপি নেতা গৌতম জানা! বুধবার সংবাদ মাধ্যমের সামনে তিনি বলেন 2 তারিখের পর আমরাই খেলবো গেরুয়া আবির!সোনার বাংলা তৈরী হবে এই বাংলায়! তিনি আরোও বলেন কাটমানি সরকার, চাল চোর সরকার,দরকার নেই এই বাংলায়!তাই মানুষ দুই হাত ভরে আশীর্বাদ করবে বিজেপিকে!
Comments