54 নং ওয়ার্ডের কোর্ডিনেটর আমিরুদ্দিন ববির বিরুদ্ধে দুষ্কৃতী হামলার অভিযোগ তুলল অল ইন্ডিয়া মাইনোরিটি ফেউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট এনায়েত উল্লা আনসারি

এবার 54 নং ওয়ার্ডের কাউন্সিলার আমিরুদ্দিন ববির বিরুদ্ধে দুষ্কৃতী হামলার অভিযোগ তুললো ওল ইন্ডিয়া মাইনোরিটি ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট মহম্মদ এনায়েত উলা আনসারি! তার অভিযোগ গত শুক্রবার রাতে আমিরুদ্দিন ববির প্ররোচনায় এবং তার দলের কয়েক জন দুষ্কৃতী এসে রাতের অন্ধকারে এনায়েত আনসারিকে মারধর করে এবং তার পরিবার কেও মারধর করে! শুধু তাই তিনি আরও অভিযোগ করেন তার দলের পোস্টার ও তার ছবি সহ সমস্ত ফ্লেস্ক ছিঁড়ে দেয় ওই দুষ্কৃতীরা! তবে তার এই হামলার পর থানায় এবং কমিশনের কাছে জানাবার পরও কোনো সু প্রতিক্রিয়া পাইনি বলে দাবী করেন এনায়েত!