Posts

Showing posts from April, 2021

54 নং ওয়ার্ডের কোর্ডিনেটর আমিরুদ্দিন ববির বিরুদ্ধে দুষ্কৃতী হামলার অভিযোগ তুলল অল ইন্ডিয়া মাইনোরিটি ফেউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট এনায়েত উল্লা আনসারি

Image
এবার 54 নং ওয়ার্ডের কাউন্সিলার আমিরুদ্দিন ববির বিরুদ্ধে দুষ্কৃতী হামলার অভিযোগ তুললো ওল ইন্ডিয়া মাইনোরিটি ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট মহম্মদ এনায়েত উলা আনসারি! তার অভিযোগ গত শুক্রবার রাতে আমিরুদ্দিন ববির প্ররোচনায় এবং তার দলের কয়েক জন দুষ্কৃতী এসে রাতের অন্ধকারে এনায়েত আনসারিকে মারধর করে এবং তার পরিবার কেও মারধর করে! শুধু তাই তিনি আরও অভিযোগ করেন তার দলের পোস্টার ও তার ছবি সহ সমস্ত ফ্লেস্ক ছিঁড়ে দেয় ওই দুষ্কৃতীরা! তবে তার এই হামলার পর থানায় এবং কমিশনের কাছে জানাবার পরও কোনো সু প্রতিক্রিয়া পাইনি বলে দাবী করেন এনায়েত!

ভোটের প্রচার সারলেন বেলেঘাটা বিধানসভা প্রার্থী রাজীব বিশ্বাস

Image
আমার দৃঢ বিশ্বাস বাংলায় গণতন্ত্র আবারও পূর্ণরুদ্ধার হবে!মানুষ দুহাত ভরে আবার আমাদের আশীর্বাদ করবে! শনিবার প্রচার মঞ্চ সভা থেকে এমনি বার্তা দিলেন বেলেঘাটা বিধানসভা প্রার্থী রাজীব বিশ্বাস!যেখানে উপস্থিত ছিলেন তন্ময় ভট্টাচার্য সহ আরও বিশিষ্ট জনেরা! এই দিন বেলেঘাটা বাগানে সনিকর্টে প্রার্থী রাজীব বিশ্বাসের প্রচারে একটি জনসভার আয়জন করা হয়!সেই সভায় দাঁড়িয়ে 2 তারিখের পর মানুষের আশীর্বাদ নিয়ে তারা আবার বাংলায় ফিরবেন এমনি আশা রেখে সমস্ত জনগণকে কাস্তে হাতুড়ে ভোট দেওয়া আহ্বান জানান তিনি!

রাজ্যরাজনীতি নিয়ে এবার সরাসরি মুখ খুলেন বিজেপি নেতা গৌতম জানা

Image
2 তারিখের পর বিজেপিই গড়বে নতুন সরকার! ফুটবে পদ্মফুল! এমনটাই বলেন বিজেপি নেতা গৌতম জানা! বুধবার সংবাদ মাধ্যমের সামনে তিনি বলেন 2 তারিখের পর আমরাই খেলবো গেরুয়া আবির!সোনার বাংলা তৈরী হবে এই বাংলায়! তিনি আরোও বলেন কাটমানি সরকার, চাল চোর সরকার,দরকার নেই এই বাংলায়!তাই মানুষ দুই হাত ভরে আশীর্বাদ করবে বিজেপিকে!