প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় জন্মদিন উপলক্ষে আয়োজিত হল খাদ্য ও বস্ত্র বিতরণ অনুষ্ঠান
কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় (১৯৩৫-২০২০) ছিলেন বাংলা চলচ্চিত্রের এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব, যিনি সত্যজিৎ রায়ের 'অপুর সংসার'-এর (১৯৫৯) মাধ্যমে আত্মপ্রকাশ করে প্রায় ২৫০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেন, পাশাপাশি কবি, আবৃত্তিকার, নাট্যকার ও পরিচালক হিসেবেও খ্যাতি অর্জন করেন। তিনি 'ফেলুদা' চরিত্রে অভিনয় করে বিশেষভাবে জনপ্রিয় হন এবং বহু সম্মাননা লাভ করেন, যার মধ্যে দাদাসাহেব ফালকে পুরস্কার ও ফরাসি 'লিজিয়ন অফ অনার' উল্লেখযোগ্য। ১৯ জানুয়ারি ১৯৩৫, কৃষ্ণনগর, নদীয়া, পশ্চিমবঙ্গ।
শিক্ষা: কলকাতা বিশ্ববিদ্যালয়ের আমহার্স্ট স্ট্রিট সিটি কলেজে সাহিত্য নিয়ে পড়াশোনা করেন। সত্যজিৎ রায়ের ১৪টি ছবিতে (৩৪টির মধ্যে) অভিনয় করেছেন, যার মধ্যে রয়েছে 'চারুলতা', 'অরণ্যের দিনরাত্রি', 'সোনার কেল্লা', 'জয় বাবা ফেলুনাথ' ইত্যাদি। অন্যান্য পরিচালক: মৃণাল সেন, তপন সিংহ, অজয় করের মতো পরিচালকদের সঙ্গেও কাজ করেছেন। ফেলুদা: গোয়েন্দা চরিত্র ফেলুদা হিসেবে তিনি ব্যাপক জনপ্রিয়তা পান। অন্যান্য ভূমিকা: কবি, আবৃত্তিকার, গদ্যকার, নাট্যকার এবং নাট্য নির্দেশক হিসেবেও তিনি পরিচিত ছিলেন। পুরস্কার ও সম্মাননা: দাদাসাহেব ফালকে পুরস্কার (২০১২)। ফরাসি 'লিজিয়ন অফ অনার' (২০১৮)। বিএফজেএ পুরস্কার: আটবার 'বেঙ্গল ফিল্ম জার্নালিস্টস অ্যাসোসিয়েশন' (BFJA) পুরস্কার লাভ করেন।
পদ্মশ্রী: সত্তরের দশকে পদ্মশ্রী প্রত্যাখ্যান করেছিলেন।
ব্যক্তিগত জীবন: বিবাহ দীপা চট্টোপাধ্যায়ের সঙ্গে তার বিয়ে হয়। সন্তান: তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় ৯১ ত্তম জন্মদিন উপলক্ষে রবিবার কুমোরটুলি সেবা সমিতি প্রাঙ্গনে আয়োজিত হল দুঃস্থ মানুষদের খাদ্য ও বস্ত্র বিতরণ অনুষ্ঠান। উদ্যোগক্তা বিশিষ্ট পরিচালক ও অভিনেতা শ্যামল বোস। এই দিন বহু মানুষকে কম্বল ও খাদ্য তুলে দেওয়া হয় তাঁদের হাতে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রয়াত অভিনেত্রা সৌমিত্র চট্টোপাধ্যায়ে মেয়ে পৌলমী বসু, পৌরমাত্রা পূজা পাঁজা, অভিনেত্রী মাধবী মুখার্জী, ধীমান দাস, এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট মানুষজনেরা। অনুষ্ঠান টি ছিল দেখার মত।



Comments