রবিবার কলকাতা অঞ্জুমান তারাক্কী উর্দু হিন্দ (পশ্চিমবঙ্গ)উদ্যোগে একটিসভা হল কলা মন্দিরে
কলকাতায় অঞ্জুমান তারাক্কি উর্দু হিন্দ (পশ্চিমবঙ্গ)-এর ক্ষোভ: উর্দু ভাষার অধিকার রক্ষায় সরকারের কাছে দাবি
অঞ্জুমান তারাক্কি উর্দু হিন্দ (পশ্চিমবঙ্গ) সম্প্রতি এক বিবৃতিতে রাজ্যে উর্দু ভাষার অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সংস্থার মতে, পশ্চিমবঙ্গ সরকার উর্দুকে দ্বিতীয় সরকারি ভাষার মর্যাদা দেওয়ার পরেও বাস্তবে বহু জায়গায় সেই আইন কার্যকর করা হয়নি। ফলে উর্দুভাষী মানুষের নানান দাপ্তরিক কাজ এখনও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিবৃতিতে জানানো হয়, রাজ্যের বহু অফিস, বিদ্যালয় ও সরকারি প্রতিষ্ঠানে উর্দু ভাষার প্রয়োগ উপেক্ষিত। উর্দুভাষী এলাকায় সরকারি নথি, বিজ্ঞপ্তি ও নির্দেশিকা উর্দু ভাষায় না পাওয়ায় সাধারণ মানুষ ভুগছেন। State Language Act প্রয়োগ না হওয়ায় উর্দুভাষী জনগোষ্ঠীর মধ্যে ক্ষোভ বাড়ছে।
সংস্থার দাবি, সরকারি স্কুলে উর্দু শিক্ষকের ঘাটতি গুরুতর আকার ধারণ করেছে। পর্যাপ্ত শিক্ষক না থাকার কারণে বহু ছাত্রছাত্রী তাদের মাতৃভাষায় শিক্ষা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে। এছাড়াও বিভিন্ন সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষায় উর্দুর উপস্থিতি ও সুযোগ কমে যাচ্ছে বলে অভিযোগ জানানো হয়।
অঞ্জুমানের মতে, WBCS সহ অন্যান্য রাজ্য সরকারি পরীক্ষায় উর্দু বিষয়কে যথাযথ গুরুত্ব দেওয়া হচ্ছে না, যা উর্দুভাষী পরীক্ষার্থীদের পিছিয়ে দিচ্ছে। সংস্থার দাবি, পরীক্ষায় উর্দুকে বাধ্যতামূলক বিকল্প বিষয় হিসাবে অন্তর্ভুক্ত করতে হবে। তারা আরও জানায়, ২০১২ সালের পর সরকার উর্দু সংক্রান্ত ঘোষণাগুলো বাস্তবে প্রয়োগ করেনি, ফলে ভাষার উন্নয়ন থমকে গেছে।
এছাড়া, সংখ্যালঘুদের শিক্ষাগত ও প্রশাসনিক ক্ষেত্রে সংরক্ষণ (Reservation) বিষয়ে স্পষ্ট কার্যকর পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানানো হয়েছে।
সর্বশেষে সংস্থার পক্ষ থেকে জানানো হয়, রাজ্যের উর্দুভাষী জনগণ বহুদিন ধরে ভাষাগত অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করে চলেছে, কিন্তু সংশ্লিষ্ট দফতর ও প্রশাসনের উদাসীনতার কারণে সমস্যাগুলির সমাধান হয় না। বিবৃতিতে বলা হয়,
“যখন হক পাওয়ার কথা, তখন কারও দয়া লাগে না। নিজেদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।”বিবৃতিতে স্বাক্ষর করেছেন—
ড. রওশন আখতার,
জেনারেল সেক্রেটারি, অঞ্জুমান তারাক্কি উর্দু হিন্দ (পশ্চিমবঙ্গ)



Comments