বৃহস্পতিবার সিটি কলেজ অফ কমার্স এন্ড বিসনেস অ্যাডমিনিস্ট্রেশনে পরিচালনা নবীন বরণ অনুষ্ঠান

শিক্ষা একটি জাতির উন্নতির পূর্বশর্ত হলেও, আমরা শিক্ষা খাতে পিছিয়ে আছি। যেখানে বলা হয়ে থাকে শিক্ষাই জাতির মেরুদণ্ড আমরা কি সেই মেরুদণ্ড নিয়ে ভাবছি।শিক্ষা হলো সভ্যতার রূপায়ন। সমাজের সব কিছু সুন্দর করে সাজাতে পারি যদি সকলের মাঝে আদর্শ শিক্ষার হার বাড়াতে পারি। শিক্ষার হার বৃদ্ধিতে সামাজিক সংগঠনের সংগঠকদের ভাবনা। আর্থিক সহায়তাঃ দরিদ্র মেধাবী শিক্ষার্থীরা যখন থমকে যায় আর্থিক স্বচ্ছলতার কারণে। তখন তাদের পাশে সহমর্মিতার হাত বাড়িয়ে দিতে পারেন সংগঠন গুলো, এতে করে শিক্ষার হার বৃদ্ধি পাবে। বাল্যবিবাহঃ বর্তমান সময়ে সরকার বাল্যবিবাহ রোধে যথেষ্ট পদক্ষেপ নিলেও ফলপ্রসূ হচ্ছে না। আর এতে করে শিক্ষা জীবন থেকে ছিটকে পড়ছে অনেকে। সামাজিক সংগঠন গুলো বাল্য বিবাহ রোধে এগিয়ে আসলে এবং সচেতন করলে শিক্ষার হার বাড়ানো সম্ভব।
মানসিকতার পরিবর্তন বা মূল্যবোধ জাগ্রত করার মাধ্যমে শিক্ষার হার বৃদ্ধি করা যেতে পারে। এই ক্ষেত্রে সামাজিক সংগঠন গুলো অনেক ভূমিকা পালন করতে পারে।শিক্ষার সুন্দর পরিবেশ সৃষ্টি করার মাধ্যমেও শিক্ষার হার বৃদ্ধি করা সম্ভব। উৎসাহ মূলক কর্মসূচীঃ সামাজিক সংগঠন তাদের দায়বদ্ধতা থেকে শিক্ষা বিষয়ক কোন কর্মসূচী গ্রহন করার মাধ্যমে পড়াশোনা করা কেন দরকার সবার সেই সম্পর্কে বিভিন্ন উৎসাহ মূলক কাজ করতে পারে। ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান করার মাধ্যমে শিক্ষার হার বাড়ানো সম্ভব। সংগ্রঠন গুলো যদি এমন উদ্যোগ নেয়, তাহলে শিক্ষার হার বহুগুণে বেড়ে যাবে। শিক্ষার জন্য ফান্ড গঠনঃ সামাজিক সংগঠন গুলো শিক্ষার জন্য আলাদা ফান্ড গঠন করার মাধ্যমেও শিক্ষার হার বৃদ্ধি করা সম্ভব। সামাজিক সংগঠন গুলো শিক্ষা ক্ষেত্রে যুগ যুগ ধরে অবদান রেখে আসছে। যার ফলে আগের তুলনায় শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে অনেক। সংগঠনের পাশাপাশি সকলের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে আমরা শিক্ষার হার অনেকাংশে এগিয়ে নিয়ে যেতে পারি।
বৃহস্পতিবার সিটি কলেজ অফ কমার্স এন্ড বিসনেস অ্যাডমিনিস্ট্রেশনে পরিচালনায় আয়োজিত হল ছাত্র ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠান। কলিকাতা ইউনিভার্সিটি অডিটোরিয়ামে সমগ্র অনুষ্ঠানটি আয়োজিত হয়। অনুষ্ঠান উপস্থিত ছিল কলেজ প্রিন্সিপাল, ও কলেজে অধ্যাপকরা এবং সমস্ত পড়ুয়ারা। এছাড়াও ছিল বিশিষ্ট রাজনৈতিক মানুষজনেরা। অনুষ্ঠানে মধ্যে দিয়ে প্রাক্তন ছাত্র বিক্রম সা বলেন প্রত্যেকে বলবো খুব ভালোভাবে পড়াশোনা করুক, সবাই এগিয়ে যাক, এই কামনা করবো। কিছু হোক না হোক সবাই মানুষ মানুষের পাশে দাঁড়াক এটাই চাইবো। তবে অনুষ্ঠান টি ছিল নাচ, গান সব মিলিয়ে জমজমাট।

Comments

Popular posts from this blog

শুক্রবার আয়োজিত হল রেলওয়ে অসংগঠিত শ্রমিক ন্যায় ও অধিকার সম্মেলন সভা

বিহার দিবস উপলক্ষে ৩৫নং ওয়ার্ডে রানিয়া ৩০ফুট অটো স্ট্যান্ডে সন্নিকটে আয়োজিত হল একটি সাংকৃতি অনুষ্ঠান

মাধ্যমিক পরীক্ষা উপলক্ষে সনৎ রায়চৌধুরী ইনস্টিটিউট স্কুল ও বৈশালী মোড়ে জল ও পেন বিতরণ