দ্বিতীয় ইন্টারন্যাশনাল কনফারেন্স ও কোনভার্সেশন ২০২৫ আয়োজিত হল মোহিত মৈত্র মঞ্চে

জ্যোতিষশাস্ত্র হলো এমন একটি শাস্ত্র, যা নভোমণ্ডলে বিভিন্ন জ্যোতিষ্ক অর্থাৎ গ্রহ-নক্ষত্র ইত্যাদির অবস্থান বিবেচনা করে মানুষের ভাগ্যগণনা তথা ভাগ্য নিরূপণ করে। যারা এরূপে ভাগ্য গণনা করে তাদের বলা হয় জ্যোতিষ। জ্যোতিষ একটি সংস্কৃত শব্দ। এই শব্দের একটি অর্থ হল “জ্যোতির্বিষয়ক” এবং অস্ত্যর্থে এই শব্দের একটি অর্থ হল জ্যোতিষশাস্ত্রবিৎ; অন্য অর্থ 'জ্যোতির্ব্বিৎ'। [১] জ্যোতিষ ৬ টি বেদাঙ্গের অন্যতম। বেদাঙ্গ জ্যোতিষের উপলব্ধ শ্লোকগুলিতে মূলত সূর্য্য-চন্দ্রের আবর্তন এবং ঋতুপরিবর্তন সংক্রান্ত বিষয় আলোচিত হয়েছে। বেদ লিপিবদ্ধকরণের সময় যজ্ঞানুষ্ঠানের দিন, মূহুর্তাদি ও ক্ষণ নির্ণয়েও জ্যোতিষের বহুল ব্যবহার ছিল। উল্লেখ্য এ যে, সে সময় জ্যোতির্বিদ্যা ও জ্যোতিষবিদ্যা অভিন্ন ছিল। বর্তমানে প্রশ্নকর্তার জন্মসময়, তারিখ ও জন্মস্থানের ভিত্তিতে, জন্মকালে মহাকাশে গ্রহের অবস্থান নিরুপণ করে অথবা প্রশ্নের সময় গ্রহাদির অবস্থান নির্ণয় করে অথবা হস্তরেখাবিচার,
শরীরের চিহ্নবিচারসহ বিভিন্ন পদ্ধতির ব্যবহারে প্রশ্নকর্তার ভবিষ্যতের গতি প্রকৃতি নির্ধারণ করার জ্ঞান ও পদ্ধতিকে জ্যোতিষশাস্ত্র বলা হয়।আবার জ্যোতিষশাস্ত্রের একটি বিভাগ দেশ, রাজ্য, শহর, গ্রাম ইত্যাদির এবং প্রাকৃতিক ঘটনাবলীর যেমন বৃষ্টি,অতিবৃষ্টি,অনাবৃষ্টি, ভূমিকম্প, ঝড়, ঝঞ্ঝা, মহামারি বা প্লাবণের ভবিষ্যদ্বাণী করতেও ব্যবহৃত হয়। রবিবার দ্বিতীয় ইন্টারন্যাশনাল কনফারেন্স ও কোনভার্সেশন ২০২৫ আয়োজিত হল মোহিত মৈত্র মঞ্চে। পরিচালনায় ইনস্টিটিউট অফ ভিডিস ও নদী আস্ট্রোলোজি। এই দিন ছিল বিশিষ্ট জোতিষীগণ্যদের সংবর্ধনা, আপয়ন খাওয়া দাওয়া। যা অনুষ্ঠানে এক নতুন চমক দিয়েছে।তবে এই অনুষ্ঠানে বিশেষ ভূমিকায় ছিলেন ডিরেক্টর এন্ড প্রিন্সিপাল জ্যোতিষাচার্য ডঃ বিবেক রায়। এছাড়া এই অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানটি আলোকিত করেছেন কুন্তল কুমার মুখুটি, অমিত শাস্ত্রী, পূজা ঠাকুর, দেবাশীষ রায় সহ্য বহু বিশিষ্ট জনেরা।

Comments

Popular posts from this blog

তাপসীল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র সাংবাদিক সম্মেলন

শুক্রবার আয়োজিত হল রেলওয়ে অসংগঠিত শ্রমিক ন্যায় ও অধিকার সম্মেলন সভা