মাধ্যমিক পরীক্ষা উপলক্ষে সনৎ রায়চৌধুরী ইনস্টিটিউট স্কুল ও বৈশালী মোড়ে জল ও পেন বিতরণ
সোমবার থেকে শুরু হয়ে গেল মাধ্যমিক পরীক্ষা। সকাল ৯টা থেকে রাজ্যের সব পরীক্ষা কেন্দ্র খুলে যায়। সকাল ১০টা ৪৫ মিনিট থেকে পরীক্ষা শুরু। শেষ হল বেলা ১টা নাগাদ। এবার পরীক্ষার্থীদের হাতে মোবাইল পেলে এই বছরের মতো পরীক্ষা বাতিল করা হবে। সকালেই রাজ্যের সব মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এই বছর রাজ্যের মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৯ লক্ষ ৮৪ হাজার ৭৫৩ জন। গতবারের থেকে পরীক্ষার্থীর সংখ্যা ৬০ হাজার জন বেশি। এবার ছাত্রদের সংখ্যা ৪ লক্ষ ২৮ হাজার ৮০৩। ছাত্রীদের সংখ্যা ৫ লক্ষ ৫৫ হাজার ৯৫ জন। এবার ছাত্রীদের সংখ্যা ছাত্রদের থেকে বেশি। এবার মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ২ হাজার ৬৮৩টি। আগামী ২২ ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা শেষ হবে। এ বছর প্রশ্নফাঁস রুখতে কড়া নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করেছে মধ্যশিক্ষা পর্ষদ। মালদা জেলায় কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে। সেখানে দুজন করে অ্যাডিশনাল ভেন্যু সুপারভাইজার থাকছেন।
মাধ্যমিক পরীক্ষার জন্য বিশেষ কন্ট্রোল রুম রাখা হয়েছে। পরীক্ষার্থীদের জন্য বিশেষ পরিবহণ ব্যবস্থাও করা হয়েছে। অ্যাডমিট কার্ড, পেন ছাড়া আর কিছু নিয়ে পরীক্ষাহলে প্রবেশ করতে পারবেন না।
স্কুলের ৫০০ মিটারের মঝ্যে বিকাল ৫টা পর্যন্ত ফটোকপির দোকান বন্ধ থাকবে। প্রত্য়েক স্কুলে সিসি ক্যামেরা থাকছে। কোনও অভিভাবক পরীক্ষা কেন্দ্রে প্রবেশের অনুমতি পাবেন না।সোমবার মাধ্যমিক পরীক্ষা উপলক্ষে সমাজসেবী অলোক খাটুয়া ও অটো ইউনিয়নের গ্রূপের যৌথ উদ্যোগে সমস্ত ছাত্র ছাত্রীদের জল ও পেন বিতরণ করা হল ট্যাংরা বৈশালী মোড় ও সনৎ রায়চৌধুরী ইনস্টিটিউট স্কুলে সামনে। শুধু তাই নয় পাশাপাশি পরীক্ষাথীদের যাতে সমস্যা না হয় তার জন্য ফ্রি তে অটো পরিষেবা এবং ট্রাফিক কন্টোল করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া ব্যবস্থা করেন। সমাজসেবী অলোক খাটুয়া বলেন আমরা প্রতি বছরই ,এই ধরনের কাজ করে থাকি মাধ্যমিক পরীক্ষা সময়। এছাড়া মানুষের স্বার্থে সমাজে বিভিন্ন সময় সামাজিক মূলক করি। এটা আমাদের করতে ভালো লাগে। আগামী দিনও করবো। তবে এই দিন তার স্ত্রীকেও তার পাশে দাঁড়িয়ে কাজ করতে দেখা যায়।
Comments