খ্রীষ্টামাস স্পেশাল নিয়ে এলো উইন্টার গ্রীন ফিষ্টা
মেলা হল যখন একটি সামাজিক, ধর্মীয়, বাণিজ্যিক বা অন্যান্য কারণে একটি স্থানে অনেক মানুষ একত্রিত হয়। মেলা শব্দটি শোনার সঙ্গে সঙ্গে আমাদের মনে আনন্দের অনুভূতি হয়।মেলার আক্ষরিক অর্থ মিলন। মেলায় একে অন্যের সঙ্গে ভাব বিনিময় হয়। মেলা সাধারণত কোনো বৃহৎ স্থানে,যেখানে মানুষের চলাচল রয়েছে, তেমন স্থানে মেলা অনুষ্ঠিত হয়।মেলা অনেক ধরনের হয়। পহেলা বৈশাখ বাংলাদেশের সবচেয়ে বড় মেলা। একে জাতীয় পর্যায়ের মেলাও বলা যায়। এই মেলায় বাংলার ঐতিহ্যের ধারক-বাহক। কবিগুরু যথার্থই বলেছেন। উপলক্ষ যাই হোক না কেন, বাঙালির সকল উৎসবের মধ্যে একটা সার্বজনীন রূপ আছে। এতে ধর্ম, সম্প্রদায়, জাত-পাত বা ধনী-গরিবের সামাজিক বিভক্তি বাধা হয়ে দাঁড়ায় না বরং সকল শ্রেণির মধ্যে সেতুবন্ধন রচিত হয়। আর এ কারণেই কালের বিবর্তনের সঙ্গে আনুষ্ঠানিকতার ধরন পাল্টালেও আবহমান বাংলার সামাজিক উৎসব, পার্বণ বা গণমানুষের মেলবন্ধনের ঐতিহ্য-কৃষ্টিগুলো আজও হারিয়ে যায়নি।
মেলা মানেই মহামিলন। মানুষের উচ্ছ্বাস-উল্লাসের বহিঃপ্রকাশ ঘটে মেলার মধ্য দিয়ে। ধর্ম-বর্ণ-সম্প্রদায়ের উর্ধে উঠে মেলা মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন গড়ে দেয়। গ্রাম-বাংলার মেলা তাই হাজার বছরের ঐতিহ্যের এক মহা সম্মিলন। খ্রীটমাস দরগোড়ায় আর তারই মাঝে খ্রীষ্টামাস স্পেশাল নিয়ে এলো উইন্টার গ্রীন ফিষ্টা। ২৬ বাল্লিগঞ্জ পার্ক কলকাতা ৭০০০১৯,বোস নিলয়ে একটি এক্সিবিশনে আয়োজন করা হয়। ফুড থেকে শুরু করে জামা কাপড়, জুয়েলারি ছাড়া লাইফস্টাইলে যাবতীয় জিনিস এই এক্সিবিশনে দেখা যায়। কমদামে ভালো জিনিস এখানে দেখা গেছে বিভিন্ন স্টলে। বৃহস্পতিবার ১১ টা থেকে রাত ৮ পর্যন্ত চলো এই রকমারি মেলা। যা ক্রেতাদের কাছে এক উপহার দিল উইন্টার গ্রীন ফিষ্টা।
Comments