দ্যা কলিকাতা ইলেকট্রিক ট্রেডার্স এসোসিয়েশনে তরফে আয়োজিত হল একটি টুনামেন্ট
বিশ্বায়নের ফলে ইন্টারনেট, ফেসবুকসহ সোশ্যাল মিডিয়াগুলো হাতের নাগালে চলে আসায় মাঠের খেলায় আগ্রহ হারিয়েছে তরুণ প্রজন্ম। আর এসব কারণেই ভারতের তারকা ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী বলছেন, বাঙালিরা ক্রিকেট খেলার চেয়ে দেখতেই বেশি ভালোবাসে। বাঙালি ক্রিকেট না খেললেও ক্রিকেটে তাদের আসক্তি আছে। খেলোয়াড়দের উৎসাহ জোগাতে তাদের কোনো ঘাটতি নেই।রবিবার নিউটাউন nkda ক্রিকেট স্টেডিয়াম দ্যা কলিকাতা ইলেকট্রিক ট্রেডার্স এসোসিয়েশনে তরফে একটি ক্রিকেট টুনামেন্ট হয়। সকাল ৯টা থেকে রাত ১০পর্যন্ত চলেছে এই খেলা।৬ টা টিমের মধ্যে এই খেলা ছিল জমজমাট।তবে এই টুর্নামেন্ট এ উদ্যোগক্তারা হলেন এসোসিয়েশনে প্রেসিডেন্ট উমাকান্ত আগারওয়াল, সেগেটারি জিতেন্দ্র সুরানা,আকাশ সিং সহ আরও অনেকে।
Comments