সি, বি আই ও ইডি কে দিয়ে বাংলার ভাবমূর্তি নষ্ট করছে কেন্দ্র, বলেন মহিলা সভানেত্রী মনমোহিনী বিশ্বাস
সামনেই পঞ্চায়েত নির্বাচন সেই নির্বাচনে সব জায়গায় জিতে হবে। এটা আমাদের লড়াই।৩২ঘন্টা ধর্ণা মঞ্চ থেকে এমটাই বার্তা দিলেন ডায়মন্ডহারবার সাউথ ২৪ পরগনার যাদবপুর সাংগঠনিক জেলার মহিলা সভানেত্রী মনমোহিনী বিশ্বাস।বুধবার কেন্দ্রীয় সরকারে বঞ্চনা, দ্রব্যমূল্য বৃদ্ধি ও কুৎসা, অপপ্রচারে বিরুদ্ধে এবং ১০০দিনের কাজ, আবাস যোজনা সহ অন্যান্য খাতে বাংলার প্রাপ্য টাকা অবিলম্বে দেওয়ার দাবীতে ৩২ঘন্টা ধর্ণা বিক্ষোভ বসেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দরা। আর সেই ধর্ণা মঞ্চে দাঁড়িয়ে এমনি বার্তা দেন মনমোহিনী বিশ্বাস। তিনি বলেন তিনি বলেন বাংলা গর্ব, বাংলা সাংকৃতিকে নিয়ে একটা ছেলে খেলা হচ্ছে সি, বি, আই ও ইডি কে দিয়ে বাংলা ঐতিহ্য এবং ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে। পাশাপাশি তিনি আরও বলেন বাংলা কে নিয়ে যতই যাই হোক না কেন বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন ছিলেন তেমনি থাকবেন। বাংলা অলিতে গলিতে মমতা বন্দ্যোপাধ্যায়ে জয় হবে। কলকাতা গান্ধী মূর্তি পাদদেশের এই ধর্ণা মঞ্চে উপস্থিত ছিলেন সাংসদ মালা রায়, রাজ্যে ভারপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, সাংসদ অপরূপা পোদ্দার, এছাড়াও ছিল বিভিন্ন অঞ্চলের পার্টি মহিলা কর্মীবৃন্দরা।
Comments