Posts

Showing posts from November, 2021

কার্তিক মহোউৎসব 208 ত্তম বর্ষ পরেশনাথ শোভাযাত্রা আয়োজন হল শুক্রবার

Image
কার্তিক মহোৎসব 208 ত্তম বর্ষ পরেশনাথ শোভাযাত্রা আয়োজন হল শুক্রবার! এই দিন শ্রী জৈন স্বেতাম্বর পঁচায়তি মন্দির থেকে বেলা 10 টা সময় শুভ পদযাত্রা আরম্ভ হয়! বহু মানুষ এই পদযাত্রা সামিল হয়! দ্যা কলকাতা ছাতা ব্যবসায়ী এসোসিয়েশনের সেক্রেটারি অজয় কুমার বোথরা ও আরও একজন এই এসোসিয়েশনের সেক্রেটারি লালচ্যান্দ্র লুনিয়া, দুজনে মিলে বহু মানুষের হাতে লজেন্স ও পেন গিফট করেন তারা! শুধু তাই নয় এসোসিয়েশনের সেক্রেটারি অজয় কুমার বোথরা তিনি বলেন প্রতি বছরে মতো এবছর আমরা পদযাত্রায় হাঁটছি তবে এবছর আমরা করোনাকে মাথায় রেখে স্যানিটাইজ করে মাক্স পড়ে আমরা প্রত্যেকে এখানে সামিল হয়েছি! তাই সবাই সুস্থ থাকুক ভালো থাকুক এমনি বার্তা দিলেন দ্যা কলকাতা ছাতা ব্যবসায়ী এসোসিয়েশনের সেক্রেটারি অজয় কুমার বোথরা

হিউম্যান রাইর্টস, এইচ, আর , আই, ডি ফাউন্ডেশনের পক্ষ্য বস্ত্র বিতরণ

Image
ছট পুজো হিন্দুদের অতি প্রবিত্র পুজো! আর পাঁচটা রাজ্যে মতোই এই বাংলাতে ও ধুমধাম করে ছট পুজো পালিতো হল বুধবার ও বৃহস্পতিবার! হিউম্যান রাইর্টস এইচ, আর, আই, ডি ফাউন্ডেশনের পক্ষ্য থেকে ছটপুজো উপলক্ষে প্রত্যেক পূজার্থী মহিলাদের শাড়ি, নারকেল, বিতরণ করা হল বুধবার! উদ্যোগতা ওল বেঙ্গল প্রেসিডেন্ট কবিতা গুপ্তার উদ্যোগে হাওড়া মল্লিকঘাটে সন্নিকটে এই অনুষ্ঠানে আয়োজন করা হয়! তিনি নিজে উপস্থিত থেকে এবং করর্ডিনেটর স্বপন সমাজদ্দারে হাত দিয়েই এই দিন বহু মানুষের হাতে এই বস্ত্র তুলে দেন তারা! তবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কেট এর চেয়ারম্যান অনিল গুপ্তা, নাথুপ্রসাদ শংকর, অশোক মুখ্যর্জি, করর্ডিনেটর স্বপ্ন সমাজদ্দার সহ্য আরও অনেকে! তবে ওল বেঙ্গল প্রেসিডেন্ট কবিতা গুপ্তার এই উদ্যোগকে বহু মানুষ স্বাগত জানিয়েছে এই দিন!