কার্তিক মহোউৎসব 208 ত্তম বর্ষ পরেশনাথ শোভাযাত্রা আয়োজন হল শুক্রবার
কার্তিক মহোৎসব 208 ত্তম বর্ষ পরেশনাথ শোভাযাত্রা আয়োজন হল শুক্রবার! এই দিন শ্রী জৈন স্বেতাম্বর পঁচায়তি মন্দির থেকে বেলা 10 টা সময় শুভ পদযাত্রা আরম্ভ হয়! বহু মানুষ এই পদযাত্রা সামিল হয়! দ্যা কলকাতা ছাতা ব্যবসায়ী এসোসিয়েশনের সেক্রেটারি অজয় কুমার বোথরা ও আরও একজন এই এসোসিয়েশনের সেক্রেটারি লালচ্যান্দ্র লুনিয়া, দুজনে মিলে বহু মানুষের হাতে লজেন্স ও পেন গিফট করেন তারা! শুধু তাই নয় এসোসিয়েশনের সেক্রেটারি অজয় কুমার বোথরা তিনি বলেন প্রতি বছরে মতো এবছর আমরা পদযাত্রায় হাঁটছি তবে এবছর আমরা করোনাকে মাথায় রেখে স্যানিটাইজ করে মাক্স পড়ে আমরা প্রত্যেকে এখানে সামিল হয়েছি! তাই সবাই সুস্থ থাকুক ভালো থাকুক এমনি বার্তা দিলেন দ্যা কলকাতা ছাতা ব্যবসায়ী এসোসিয়েশনের সেক্রেটারি অজয় কুমার বোথরা